মীর গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মীর আহমদ সওদাগর এর ইন্তেকাল

Date: 2024-01-27
news-banner
দেশের ভোগ্যপণ্য বাজারের সুপরিচিত শিল্পপতি ও মীর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মীর আহমদ সওদাগর আর নেই। শনিবার সকাল ৮টা ১৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধ্যক্ষজনিত রোগে ভূগছিলেন।

তাঁর বড় ছেলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে এ শিল্পউদ্যোক্তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার মাগরিবের নামাজের পর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মীর বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

মীর আহমদ সওদাগর চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি খলিল-মীর ডিগ্রী কলেজ, জিরি খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনের মাধ্যমে শিক্ষার আলো বিতরণে ব্যাপক ভূমিকা রাখেন। মীর আহমদ সওদাগর আল আরাফাহ ইসলামি ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।
image

Leave Your Comments