করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ালেও প্রাণহানির শঙ্কা কম

Date: 2024-01-28
news-banner
করোনাভাইরাসের নতুম ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তবে এই ভ্যারিয়েন্টে প্রাণহানির শঙ্কা কম। একইসঙ্গে দেশে ব্যবহৃত টিকাই সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যের ডিজি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। কিন্তু এতে প্রাণহানির শঙ্কা কম। এই ভ্যারিয়েন্টের প্রতিরোধে আমাদের যে ভ্যাকসিন আছে, সেটা কার্যকরী এবং এটা দেওয়ার পদক্ষেপ নিয়েছি।

স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের বাতাসে যে পরিমাণ ধুলা-বালি, ময়লা আছে তা খুব একটা সুখকর নয়। আমরা মাস্ক পরতে বলছি। সাধারণ অবস্থাতেই আমরা মাস্ক পরতে বলি। এ অবস্থাতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছি। আমরা ফ্রন্ট লাইনে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আমাদের কাছে টিকা আছে। তাদের টিকা নিয়ে নিতে বলেছি।
image

Leave Your Comments