স্ত্রীকে চার তলা থেকে ছুড়ে ফেলল স্বামী

Date: 2024-01-28
news-banner
আন্তর্জাতিক ডেস্কঃ স্বামী-স্ত্রীর মাঝে রাগ-অভিমান, ঝগড়া-ভালবাসা একটা নিয়মিত রুটিন। ঝগড়া করে আবার পরে ভাব হয়ে যাই দু’জনের মধ্যে কিন্তু এবার ভারতে ঘটে গেল অন্য রকম স্বামী-স্ত্রীর ঝগড়া। ঝগড়া করতে করতে স্ত্রীকে বাড়ির চার তলা থেকে ছুড়ে নিচে ফেলে দিলেন এক ব্যক্তি। পরে নিজেই তাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে অনেক। চিকিৎসকরা ওই নারীকে শেষ-মেষ মৃত বলে ঘোষণা করেন।

পরে হাসপাতাল থেকেই ওই যুবক পালিয়ে যান। পরে অবশ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (২৭ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

শনিবার পুলিশ জানিয়েছে, তর্ক-বিতর্কের পর বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে স্বামী ছুড়ে ফেলার পর এক নারীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত ওই স্বামীর নাম বিকাশ কুমার। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম বলছে, গত শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের গোবিন্দপুরম এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিকাশ কুমার ঠিকাদারের কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ফেরেন বিকাশ। এরপরই স্ত্রী শালুর সঙ্গে শুরু হয় তুমুল অশান্তি। ঝগড়া করতে করতে একসময় স্ত্রীকে চার তলার বারান্দা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন অভিযুক্ত যুবক।

সহকারী পুলিশ কমিশনার অভিষেক শ্রীবাস্তব বলেন, ‘স্ত্রীকে চতুর্থ তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর অভিযুক্ত বিকাশ তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
চিকিৎসকরা পুলিশকে খবর দিতে বললে বিকাশ কুমার হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। কয়েক ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা খুনের অভিযোগে বিকাশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। শনিবার তাকে জেলে পাঠানো হয়েছে।’

অভিষেক শ্রীবাস্তব বলেন, ‘আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তবে কী নিয়ে তাদের মধ্যে অশান্তি হয়েছিল, কেন স্ত্রীকে তিনি খুন করলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।’
image

Leave Your Comments