হজের ফিরতি ফ্লাইট শুরু আজ, ফিরছেন‌ ৮২৯ জন‌

Date: 2024-06-20
news-banner
আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু। বৃহস্পতিবার (২০ জুন) প্রথমদিনে দুটি ফ্লাইটে ৮৩৯ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন হজ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারওয়েজ ও ফ্লাইনাস এয়ারলাইনস আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের দেশে নিয়ে আসবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অর্ধেক হজযাত্রী পরিবহন করবে। 

এদিকে, চলতি বছর হজে গিয়ে মোট ২১জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। এর মধ্যে গত দুদিনে মারা গেছেন তিনজন। তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরমে চলতি বছর সৌদি আরবের মক্কায় ৫৫০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

দেশটির সরকারি প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। এরমধ্যে মিশর, ইরাক, জর্ডান ও তিউনেশিয়ার নাগরিকই বেশি।
image

Leave Your Comments