হজ শেষে দেশে ফিরেছেন ৩ হাজার ৯২০ হাজি

Date: 2024-06-22
news-banner
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা। গত দুই দিনে ৩ হাজার ৯২০ হাজি দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, গত ২০ জুন থেকে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। শনিবার সকাল পর্যন্ত ১০টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট তিন হাজার ৯২০ জন। এছাড়া এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৩৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। 

হেল্পডেস্কের তথ্যমতে, বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি সৌদির কিং আবদুল আজিজ বিমানবন্দর ছেড়ে আসে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। পরদিন তিনটি বিমান সংস্থার আরও ১০টি ফ্লাইট হাজিদের নিয়ে দেশে ফিরেছে।‌ আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

হেল্প ডেস্কের তথ্য মতে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৫ জন বংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। ‌এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন বাকি ১৮ জন‌ হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। মক্কায় ২৮ জন, মদিনায় ৪ এবং মিনায় ২ এবং জেদ্দায় একজন মারা গেছেন।
image

Leave Your Comments