নারী এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি

Date: 2024-06-24
news-banner
আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠবে নারী এশিয়া কাপ। এই আসরকে সামনে রেখে রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগ্রেসদের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।

নারী ক্রিকেটে সময়টা তেমন ভালো যাচ্ছে না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি টাইগ্রেসরা। এবার তাদের সামনে এশিয়া কাপের মিশন। সেই মিশনে দারুণ কিছু করতে অভিজ্ঞ রুমানা আহমেদ এবং জাহানারা আলমকে দলে ফিরিয়েছে বিসিবি।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী দল-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।


image

Leave Your Comments