আগাম জামিন পেলেন ইউটিউবার রাফসান দ্য ছোট ভাই

Date: 2024-06-26
news-banner
অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করায় খাদ্য আদালতের দেয়া গ্রেফতারি পরোয়ানার বিষয়ে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাই। বুধবার (২৬ জুন) হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৩ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিশুদ্ধ খাদ্য আদালত। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

এর আগে, ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় আদালতে আবেদন করেছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন। আবেদনে তিনি বলেন, ব্লু-এর কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না, এসব ওষুধ না পানীয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফুড ব্লগার হিসেবে পরিচিত রাফসান দ্য ছোট ভাইকে নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলে। সম্প্রতি মা-বাবাকে একটি গাড়ি উপহার দেন রাফসান। এরপরই বিতর্কের সূত্রপাত হয়। রাফসানের বাবা-মা ঋণ খেলাপি, এমন তথ্যও বেরিয়ে আসে। তা স্বত্ত্বেও এই ঋণ শোধ না করে কেন তিনি গাড়ি উপহার দিচ্ছেন, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলে।

এছাড়া, গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকস কারখানায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। যা গত ১৭ মে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তখন জানা যায়, ওই কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিংকস তৈরি করা হয়। এজন্য ওই সময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।
image

Leave Your Comments