বগুড়ার তিন কারারক্ষী সাময়িক বরখাস্ত

Date: 2024-06-27
news-banner

বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আবদুল মতিন ও আরিফুল ইসলাম। এছাড়া অপর দুই কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


বুধবার (২৬ই জুন) রাতে বরখাস্তের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। 


ঘটনা তদন্তে বগুড়া জেলা প্রশাসন ছয় সদস্যের কমিটি গঠন করেছে। এছাড়া অতিরিক্ত কারা মহাপরিদর্শক শেখ সুজাউর রহমান সুজার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। 


ঙ্গলবার রাতে কনডেম সেলের ছাদ ফুটো করে বিছানার চাদর ছিঁড়ে রশি বানিয়ে ছাদ থেকে নেমে পালিয়ে যায় মৃত্যুদÐপ্রাপ্ত চার আসামি। বুধবার ভোরে জেলখানার অদূরে একটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

image

Leave Your Comments