ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াই, ফলাফল প্রকাশিত হবে আজ

Date: 2024-06-29
news-banner
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন। শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফলাফল ঘোষণা হতে পারে আজ।

নিয়ম অনুযায়ী, ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু গেলো ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হন। এরপর প্রেসিডেন্ট পদটি শূন্য হওয়ায় আগাম নির্বাচন হয়। 

বিশ্লেষকেরা এবারের নির্বাচনকে ত্রিমুখী লড়াই হিসেবে দেখছেন। নির্বাচনে দুজন কট্টরপন্থী রক্ষণশীল প্রার্থী হলেন ইরানের পরমাণু চুক্তির মধ্যস্থতাকারী জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাদের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের। এছাড়া ধর্মীয় নেতা ও নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুরমোহাম্মদি নির্বাচনে চতুর্থ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
image

Leave Your Comments