ইউক্রেনে আক্রমণ বাড়িয়েছে রাশিয়া

Date: 2024-06-30
news-banner
ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে আক্রমণ বাড়িয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪ শিশুসহ ১২ জন নিহত হয়েছে। আহত আরও ৩৭ জন। 

জাপোরিঝিয়া অঞ্চলের ভিলনিয়ানস্ক শহরে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহেতর ঘটনা ঘটে। এর ফলে অবকাঠামো, একটি দোকান ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমাদের শহর এবং সম্প্রদায়গুলি প্রতিদিন এই ধরনের রাশিয়ান হামলার শিকার হয়। এটি কাটিয়ে ওঠার উপায় রয়েছে। সেগুলো হলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা, প্রকৃত দূরপাল্লায় সক্ষমতার সাথে আঘাত করা এবং আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সংখ্যা বৃদ্ধি করা।’

এছাড়াও তিনি পশ্চিমা মিত্রদের কাছে আরওদূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, এই যুদ্ধে সিদ্ধান্ত নিতে বিলম্ব করা মানে মানুষের প্রাণহানি।
image

Leave Your Comments