মঙ্গল-বুধবার বৃষ্টির পূর্বাভাস, হতে পারে যেসব জেলায়

Date: 2024-07-01
news-banner
বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাব পড়েছে সারা দেশে। আগামী মঙ্গলবার পর্যন্ত সারাদেশেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

উত্তরাঞ্চল এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি হবে। এদিকে, আজ সন্ধ্যার মধ্যে দেশের ১২টি অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে জারি রাখা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। 

মৌসুমি বায়ু ও সাগরে লঘুচাপের প্রভাবে রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। ভ্যাপসা গরমে সকালের বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও বিপত্তিতে পড়ে শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। থেমে থেমে বৃষ্টি ঝরে দুপুর পর্যন্ত। 

আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

এই সময়ে উত্তর বঙ্গপসাগর, বাংলাদেশের উপকূলী এলাকায় এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয়  সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সেই সাথে উত্তর বঙ্গপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী  নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 
image

Leave Your Comments