মাঝ আকাশে বিমানে প্রচণ্ড ঝাঁকুনি, মাথায় আঘাত পেলেন ৩০ যাত্রী

Date: 2024-07-02
news-banner
মাঝ আকাশে একটি বিমানে প্রচণ্ড ঝাঁকুনির ঘটনা ঘটেছে। এতে বিমানের ৩০ যাত্রী মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ঝাঁকুনির শিকার বিমানটি এয়ার ইউরোপার। এটি স্পেনের তৃতীয় বৃহত্তম বিমান সংস্থা। বোয়িংয়ের ৭৮৭-৯ মডেলের বিমানটি মাদ্রিদ থেকে উড়াল দিয়ে উরুগুলের রাজধানী মন্টেভিডিওতে যাওয়ার পথে ঝাঁকুনির ঘটনা ঘটে। পরে বিমানটি ব্রাজিলের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এক এক্সবার্তায় এয়ার ইউরোপা জানিয়েছে, তাদের বিমানটি উরুগুয়ের রাজধানীতে যাওয়ার পথে উত্তর-পূর্ব ব্রাজিলের নাতাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ঝাঁকুনি খেয়ে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এয়ার ইউরোপার একজন মুখপাত্র বলেছেন, বিমানে ৩২৫ জন যাত্রী ছিলেন। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ে এতে ঝাঁকুনির ঘটনা ঘটে। তবে বিমানটি স্বাভাবিকভাবেই অবতরণ করে। নাতাল বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু যাত্রীর চিকিৎসার প্রয়োজন হয়েছে। তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ব্রাজিলিয়ান গণমাধ্যমকে বলেছেন, তারা ৩০ জনের মতো যাত্রীকে সেবা দিয়েছেন। আহতরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তারা মাথায় আঘাত পেয়েছেন। তাদের ক্র্যানিয়াল ফ্র্যাকচার ও মুখে কেটে গেছে।

এর আগে গত মে মাসে মিয়ানমারের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঝাঁকুনির ঘটনা ঘটেছিল। তখন শতাধিক যাত্রী আহত এবং একজন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছিল।
image

Leave Your Comments