রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ জনের মৃত্যু

Date: 2024-07-03
news-banner
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন এলাকায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে ঘর বিধ্বস্ত হলে মাটি চাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। 

বুধবার (৩ জুলাই) ভোরে উখিয়া উপজেলার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ১ ব্লক এবং বালুখালী এলাকায়  এই পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা এফ ওয়ান ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে আনোয়ার ইসলাম। অপর দিকে ৮ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় নিহত শিশুর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয় জানিয়েছে মঙ্গলবার সারাদিন থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল যা মধ্যরাতের পর ভারী বর্ষণে রূপ নেয়। এক পর্যায়ে ভোর রাত ৪টার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
image

Leave Your Comments