১৫ জুলাইয়ের পর গ্যাস সংকট কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

Date: 2024-07-04
news-banner
প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু এলাকায় গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্লু ইকোনমি নিয়ে আন্তর্জাতিক এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

নসরুল হামিদ জানান, আগামী ১৫ জুলাইয়ের পর সংকট কমবে। 

সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘সমুদ্রে মাল্টিক্লায়েন্ট সার্ভে শেষ হয়েছে। আন্তর্জাতিক দরপত্র আহ্বনা করা হয়েছে, সেপ্টেম্বরে যা শেষ হবে। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর গড়ে উঠছে। গতবছর ৮০ হাজার টন ধারন ক্ষমতার কয়লার জাহাজও ভিড়েছে। এখানে এলএনজি টার্মিনাল, কোল টার্মিনাল, এলপিজি, টার্মিনালের চিন্তা নিয়ে এগোচ্ছে সরকার।’ 
image

Leave Your Comments