গাজায় ইসরায়েলি হামলা আরও ২৭ ফিলিস্তিনি নিহত

Date: 2024-07-06
news-banner
গাজা সিটি ও খান ইউনুসে ইসরায়েলের গণহত্যামুলক হামলা অব্যাহত রয়েছে। শুক্রবাব প্রত্যুষে এসব হামলায় নিহতদের মধ্যে দুই জন ফিলিস্তিনি সাংবাদিক। ফিলিস্তিনি মেডিকেল দপ্তর একথা জানায়। সূত্র : আল-জাজিরা

দোহায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরুর হলেও গাজায় ইসরায়েলি র্ববর হামলা ও গণহত্যার তীব্রতা মোটেই কমেনি। ডক্টর্স ইউদাউট বর্ডার (এমএসএফ) বলেছে, ভয়াবহ ইসরায়েলি হামলার মুখে খান ইউনুসের নাসের মেডিকেল কম্পেলেক্স উপচে হতাহতদের চাপে অচল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। 

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার পরিচালক ফিলিপ লাজ্জারিনি বলেছেন, অসামরিক লোকদেরকে অবিরামভাবে গণউচ্ছেদ এবং বেঁচে থাকার জন্য তাদের ‘মরিয়া হয়ে ছুটে’ বেড়ানোর বিপর্যয়কর পরিস্থিতির অবশ্যই অবসান ঘটাতে হবে। 

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। জেনিন শহরে হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২৭২ দিন ধরে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ৩৮ হাজার ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ হাজার ৪৪৫ জন আহত হয়েছেন।
image

Leave Your Comments