বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট

Date: 2024-07-07
news-banner
সিরাজগঞ্জ যমুনার পানি বদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নানা দুর্ভোগ দুর্দশা নিয়ে দিন কাটছে ভানবাসি মানুষদের। বিশুদ্ধ পানি ও খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।

গত ২৪ ঘন্টায় রবিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার বেড়ে তা বিপদসীমার ৬১  সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে জেলার একদিকে এনায়েতপুর হতে পূর্ব শাহজাদপুরের পাঁচিল পর্যন্ত পাঁচ গ্রামে যমুনার প্রচণ্ড স্রোতে ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।

বন্যাকবলিত জেলার নয় উপজেলার মধ্যে কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুরের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যাজনিত কারণে বেড়েছে দুর্ভোগ।
image

Leave Your Comments