দলে প্রতিযোগিতা নেই, ফিট থাকলেই সুযোগ আসবে: সাইফউদ্দিন

Date: 2024-07-07
news-banner
দীর্ঘদিন ইনজুরিতে ভোগার পর গত বিপিএল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টে পারফর্ম করে জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলেও। তবে জিম্বাবুয়ে সিরিজের পর আবারও বাদ পড়েন দল থেকে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা হয়নি সাইফউদ্দিনের। বিপিএলে অসাধারণ পারফর্ম করার পরেও তিনি জায়গা না পাওয়ায় অবাক হয়েছিলেন ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই। তবে সেটা নিয়ে এখন আর আক্ষেপ নেই সাইফউদ্দিনের।

রোববার (৭ জুলাই) অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে মিরপুরে অনুশীলন করেছেন সাইফউদ্দিন। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'অনূর্ধ্ব ১৯ থেকে জীবনের সাথে ইউজড টু হয়ে গিয়েছি। এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি। 

প্র্যাকটিসের উপরেই থাকি। যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে চিন্তা করি তখন আরও বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যাঘাত ঘটে এজন্য কাজ করতে থাকি সুযোগ আসবে।'
image

Leave Your Comments