প্রশ্নপত্র ফাঁস: পিএসসির ৫ জন সাময়িক বহিষ্কার

Date: 2024-07-09
news-banner
রেলওয়ের উপসহকারী প্রকৌশল পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণের সাথে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর অপরাধ সংগঠনের সহায়তা করার অভিযোগে সরকারি কর্ম কমিশন-পিএসসির সচিবালায়ের পাঁচজন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কার হওয়া পিএসসির পাঁচ কর্মকর্তা ও কর্মচারী হলেন: সহকারী পরিচালক এস এম আলমগীর কবীর, উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, উপপরিচালক মো. আবু জাফর, অফিস সহায়ক মো. সাজেদুল ইসলাম, ডেসপাচ রাইডার মো. খলিলুর রহমান।

পিএসসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশল পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ ও  বিতরণের সাথে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের সহায়তা করার অভিযোগে সরকারি কর্ম কমিশন সচিবালায়ের পাঁচজন কর্মকর্তা/ কর্মচারীকে সিআইডি গ্রেপ্তার করে জেলে আটক রাখা হয়েছে। সেহেতু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ এর ১১ ও ১৫ ধারা অনুযায়ী পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত আসামি সেহেতু তাদেরকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (২)অনুসারে আজ থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) আওতাধীন ক্যাডার ও নন–ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আলোচনায় আসার পর দুজন উপপরিচালক ও গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ
image

Leave Your Comments