নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

Date: 2024-07-11
news-banner
ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেমি ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে তারা। খেলার শুরুতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। সপ্তম মিনিটে মাঝমাঠ বরাবর ডেকলাইন রিসের ভুলে বল পেয়ে আক্রমণে উঠেন জাভি সিমন্স। কিছুটা দূর থেকেই জালে শট নেন তিনি। দূরের পোস্ট দিয়ে যাওয়া বলের নাগালই পাননি জর্ডান পিকফোর্ড।

ইংল্যান্ডেরও সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি। ১৬ মিনিটে হ্যারি কেনের শট ফেরাতে গিয়ে ফাউল করেন ডেনজেল ডামফ্রিস। বল ট্যাকেল করতে চাইলেও তা লাগে কেনের পায়ে। কয়েক মিনিট সময় নিয়ে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বল জালে পাঠাতে ভুল করেননি ইংল্যান্ডের অধিনায়ক। ইউরোর নকআউটে এটা কেনের ষষ্ঠ গোল, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ। ৫টি গোল আছে গ্রিজম্যানের।

কয়েক মিনিট পর ইংল্যান্ড আরও একট গোল করার সুযোগ পায়। ডি বক্সের ভেতর কোবি মাইনুর বাড়ানো বলে ফিল ফোডেন গোলরক্ষককে বোকা বানান। পায়ের ফাঁক গলে বল পাঠিয়েও দেন তিনি। তবে সীমানার ওপর থেকে তা সরিয়ে দেন ডামফ্রিস। এর ৬ মিনিট পর নেদারল্যান্ডস সুযোগ পেলেও বাধা হয়ে দাঁড়ান পিকফোর্ড। হেডের বল জালের উপর দিয়ে পাঠিয়ে দেন তিনি।

প্রথমার্ধ যতটা উত্তেজনা সৃষ্টি করেছিল, দ্বিতীয়ার্ধে তা হয়নি। ৯০তম মিনিটে বদলি হয়ে নামা ওয়াটকিন্স দেখান জাদু। ডেকলাইন রাইস থেকে নেওয়া বল বক্সে বাড়ান কোল পালমার। সেখানে থাকা ওয়াটকিন্স থ্রু বল ধরে ডাচ ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন নিখুঁত শটে। স্টেডিয়ামে থাকা দর্শক দাঁড়িয়ে দিতে থাকে হাততালি। আর ইংলিশ ফুটবলাররা ভাসেন উচ্ছ্বাসে। প্রথমবারের মতো তারা কোনো মেজর প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করার আনন্দ প্রকাশ করেন এভাবেই।

ইউরোর ফাইনালে শিরোপাজয়ের লক্ষ্যে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় বার্লিনে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।

image

Leave Your Comments