ক্লাস চলাকালে বিদ্যালয়ের ভবন ধসে ২২ জন নিহত

Date: 2024-07-13
news-banner
উত্তর নাইজেরিয়ায় ক্লাস চলাকালে বিদ্যালয়ের ভবন ধসে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহদের মধ্যে কতজন শিক্ষার্থী এবং কতজন শিক্ষক, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, শুক্রবার সকালে প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি নামের ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দোতলা ভবন ধসে পড়ে। এতে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন প্রায় ১২০ জন। 

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধাকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা জানিয়েছে, বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন।

স্থানীয় অপর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আহত ২৬ জনকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

রাজ্য সরকার এই ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্বল অবকাঠামোকে দায়ী করেছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে, সেগুলো বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছে তারা।

প্লাতেউর তথ্য কমিশনার মুসা আসোমস এক বিবৃতিতে বলেছেন, ‘প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে। আহতরা যেন দ্রুত চিকিৎসাসেবা পান, সেজন্য স্থানীয় হাসপাতালগুলোকে কাগজপত্র ও অর্থ ছাড়াই চিকিৎসা দিতে সরকার নির্দেশনা দিয়েছে।’
image

Leave Your Comments