বৈষম্য দূর করতেই কোটার প্রয়োজন: তথ্য প্রতিমন্ত্রী

Date: 2024-07-13
news-banner
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটার বিরুদ্ধে মেধাকে দাঁড় করানো হচ্ছে এটা মিথ্যা কথা। কোটা বৈষম্য তৈরি করে না। কোটা প্রয়োজন বৈষম্য দূর করতে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈষম্যকে ঘুচানোর জন্য কোটা প্রয়োজন।

শনিবার (১৩ই জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে দফায় দফায় দাবি পরিবর্তন করা হচ্ছে। মনে হচ্ছে তাদের এবিষয়ে ধারণা কম আছে। সংসদে আইন পাস করে কোটা সংস্কারের দাবি অজ্ঞতার শামিল। আপিল বিভাগের রায়ের পর সরকারের কমিশন গঠন করার কোন সুযোগ নেই। তাঁরা অসাংবিধানিক দাবি করেছে। কোটা ঠিক করা সংসদের কাজ নয়। নির্বাহী বিভাগেরই কাজ।

শিক্ষার্থীদের কিছু মানুষ ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষ শিক্ষার্থীদের উদ্দেশ্য হাসিলের করতে ব্যবহার করছে। অনেকে ইচ্ছে করে বিরূপ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আন্দোলনকে অন্য খাতে নিতে চাইছে। 

তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি করে আন্দোলন অযৌক্তিক। দেশবিরোধী অপশক্তি ঢুকে শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। যে আন্দোলনের কোনো ভিত্তি নেই, তা কখনোই সফল হয় না। 
image

Leave Your Comments