ট্রাম্পের ওপর হামলায় বাংলাদেশের নিন্দা

Date: 2024-07-14
news-banner
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রকাশ্য জনসভায় ট্রাম্পের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। 

পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, রাজনীতিতে সহিংসতার কোন স্থান থাকা উচিত নয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই হামলায় ট্রাম্পের কানে গুলি লেগেছে। হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। প্রেসিডেন্ট পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় এমন রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।
image

Leave Your Comments