জম্মু-কাশ্মীরে গোলাগুলি, অফিসারসহ ৪ ভারতীয় সেনা নিহত

Date: 2024-07-16
news-banner
জম্মু-কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলির ঘটনায় এক অফিসারসহ ৪ ভারতীয় সেনা নিহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

সেনাবাহিনী একটি অনলাইন পোস্টে জানিয়েছে, ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়েক ডি রাজেশ, সিপাহী বিজেন্দ্র এবং সিপাহী অজয়  ​​দায়িত্ব পালনকালে তাদের জীবন দিয়েছেন।

সেখানে বলা হয়, ‘সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিভেদি ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়েক ডি রাজেশ, সিপাহী বিজেন্দ্র এবং সিপাহী অজয়ের মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছেন।
যারা সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করার সময় কর্তব্যরত অবস্থায় তাদের জীবন দিয়েছেন।’

সেখানে হ্যাশট্যাগ দিয়ে আরো লেখা হয়, #দোদায় এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য #ভারতীয় সেনা এই শোকের মুহুর্তে শোকাহত পরিবারের পাশে আছে।

কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযান শুরু হয়। এই অভিযান শুরু হয় দোদার দেসা এলাকায়।
image

Leave Your Comments