ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Date: 2024-07-25
news-banner
কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শনে যান তিনি।  কিছু সময় সেখানে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় অগ্নিসংযোগের শিকার মেট্রোরেল স্টেশনটিও ঘুরে দেখেন তিনি।

এর আগে গত শুক্রবার (১৯ জুলাই) মেট্রোরেলের মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা চালায় নাশষকতাকারীরা। এতে অচল হয়ে পড়ে স্টেশন দুটি। 

ভাঙচুর করা হয় স্টেশনের সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস।  পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কমিটি গঠন করে মেট্রোরেল কর্তৃপক্ষ।
image

Leave Your Comments