আজ দেশে আসছে শাফিন আহমেদের মরদেহ

Date: 2024-07-29
news-banner
জনপ্রিয় ব্যান্ডতারকা শাফিন আহমেদের মরদেহ আজ বিকেলে ঢাকায় পৌঁছবে। মরদেহ বহনকারী উড়োজাহাজ বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

পরদিন মঙ্গলবার জোহরের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবরের পাশে বাবার কবরে সমাহিত করা হবে তাকে। শাফিনের পরিবার থেকে এ তথ্য দেওয়া হয়।

প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখে যুক্তরাষ্ট্র সফরে যান শাফিন আহমেদ। ২০ জুলাই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তার। কনসার্টের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ ব্যান্ডতারকা। এর ঠিক পাঁচদিন পর ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। শাফিনের অগণিত ভক্তদের মনেও কষ্টের ছাপ পড়েছে। বাংলা গানের পাশাপাশি ইংরেজি ও হিন্দি গানও গেয়েছেন এ তারকা। শাফিন আহমেদের কন্ঠে জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।
image

Leave Your Comments