মিয়ানমারের সাবেক নৌ প্রধান গ্রেপ্তার

Date: 2024-07-30
news-banner
মিয়ানমারের নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল জউই উইন মিন্ট গ্রেফতার হয়েছেন। সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন অনুযায়ী, ৮ই জুলাই দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

থান্ডউই এলাকার নগাপালি সৈকতের বিভিন্ন হোটেলে আরাকান আর্মির সদস্যরা আশ্রয় নিলে, সেখানে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন জান্তাপ্রধান। কিন্তু হোটেলগুলোর ক্ষতি হওয়ার শংকায় সেই নির্দেশ অমান্য করেন তিনি। সেই সাথে নৌপ্রধান পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে নৌবাহিনীর এক কর্মকর্তা সংবাদমাধ্যম ইরাবতীকে জানান, ‘নগাপালি সৈকতে হোটেলগুলোতে আশ্রয় নেওয়া আরাকান আর্মিও সেনাদের হটাতে কামান হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন মিন অং হ্লাইং।

কিন্তু কামান ব্যবহার করতে রাজি ছিলেন না নৌবাহিনীর প্রধান। ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা যদি কামান ছাড়াই সৈকতের  হোটেলগুলোতে অভিযান চালাতে যেতাম, সবাই মারা যেতাম।’

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অনেক ধনকুবেরের বিলাসবহুল হোটেল ও রিসোর্ট রয়েছে নগাপালি সৈকতে। সেখানে অন্তত ৬৪টি হোটেল রয়েছে যার অধিকাংশের মালিক তারা। 
image

Leave Your Comments