আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে অফিস

Date: 2024-07-31
news-banner
আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে চলছে অফিস-আদালত। বুধবার থেকে আগের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। 

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, আজ থেকে ব্যাংকিং কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে। সাধারণ সময়ের মতো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে, আর ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ৬টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১ থেকে ২৩শে জুলাই সাধারণ ছুটি দিয়েছিল সরকার। কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেয়ার সিদ্ধান্ত হয়।

এতে করে গত বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। এই সপ্তাহে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত  অফিস সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত খোলা ছিলো। 
image

Leave Your Comments