অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত

Date: 2024-08-21
news-banner
আজ বুধবার সকাল সাড়ে সাতটা থেকে চমেকের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে অধ্যক্ষ সাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন। এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তাঁরা।

দ্বিতীয় দিনের কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ের এক দফার আন্দোলনে সমর্থন না দেওয়ার প্রতিবাদে এই পদত্যাগ দাবি করা হয় বলে জানান শিক্ষার্থীরা। সাইফুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অধ্যক্ষকে পদত্যাগ করতেই হবে।’

এ সময় তাঁরা কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে প্রশাসনিক ভবনে ঢুকতে দেননি। এর ফলে হাজিরাও দিতে পারেননি তাঁরা। আন্দোলন চলাকালে ক্লাস বন্ধ ছিল। এমবিবিএসের শিক্ষার্থীদের পাশাপাশি বিডিএসের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নেন।

চমেকে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছেন। প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় দুই শ শিক্ষার্থী।



image

Leave Your Comments