ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কার্যত অচল

Date: 2024-08-25
news-banner
মিরসরাই থেকে ফেনী সদরের লালপোল পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারে শত শত যানবাহন আটকা। বেশির ভাগই বন্দর থেকে বের হওয়া পণ্যবাহী যানবাহন। আশপাশের দোকানপাট সব ডুবে আছে খাবার নেই।

ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী—এ ছয় উপজেলা পুরোপুরি বন্যাকবলিত। গ্রামের পর গ্রাম ডুবে আছে। মহাসড়কের লালপোল এলাকায় পানির প্রবল স্রোত বয়ে যাচ্ছে। কোথাও হাঁটুপানি, কোথাও বুকসমান। অন্যদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম অংশেও এখনো পারি সরেনি। এ কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

চট্টগ্রাম থেকে ফেনীর দিকে ত্রাণবাহী ট্রাক ঢুকছে পর পর। একপাশ পুরোপুরি বন্ধ হয়ে আছে তাই উল্টো পথে যেতে হচ্ছে সবাইকে।


image

Leave Your Comments