মহাকাশে আটকে পড়া দুই নভোচারীকে উদ্ধারের সামর্থ্য নেই ভারতের, কি হবে?

Date: 2024-08-26
news-banner
 নাসা এবং বোয়িং তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

কিন্তু স্টারলাইনার মহাকাশযানের সমস্যার কারণে তাদের পৃথিবীতে ফেরানো সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো কি তাদের সাহায্য করতে পারবে? এরই স্পষ্ট জবাব দিয়েছেন ইসরো প্রধান।

সম্প্রতি, ভারতীয় মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) প্রধান এস সোমনাথকে এই প্রশ্ন করা হয়েছিল। তিনি স্পষ্টভাবে বলেছেন, সুনিতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনতে ভারত সরাসরি কোনোভাবেই সাহায্য করতে পারে না। দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনতে পারে একমাত্র আমেরিকা বা রাশিয়া।

ইসরো প্রধান এস সোমনাথ জানান, আমাদের কাছে এমন কোনও মহাকাশযান নেই যা সেখানে গিয়ে তাদের বাঁচাতে পারে। এটা সম্ভব নয়। এটা একমাত্র আমেরিকা বা রাশিয়া করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান রয়েছে এবং রাশিয়ার কাছে সয়ুজ নভোযান রয়েছে যা উইলিয়ামস এবং উইলমোরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরিয়ে আনতে পারে।
image

Leave Your Comments