গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জরুরি সংযোগ’ শীর্ষক কনসার্টে সমগীত, শিরোনামহীন, কাকতাল, মাভৈ, মাদল, গঞ্জে ফেরেশতা, বেতাল, ডেমোক্রেজি ক্লাউন, মঞ্চগানসহ অনেক ব্যান্ডের পরিবেশনা ছিল।
বামপন্থী বিভিন্ন ছাত্রসংগঠনের আয়োজনে এই কনসার্ট থেকে ২১ লাখ ৪১ হাজার ২০০ টাকা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ২০ ট্রাক পরিমাণ ত্রাণসামগ্রী জমা দিয়েছেন শ্রোতারা।
গতকাল রোববার বিকেলে সাভারের তারাপুর মাঠে একটি চ্যারিটি কনসার্ট হয়েছে। এতে খায়রুল ওয়াসীসহ আরও কয়েকজন শিল্পী গেয়েছেন।
বানভাসিদের সহায়তায় ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’-এ গাইবে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওন্ডসহ ১১টি ব্যান্ড। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এই কনসার্ট আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন।
সংগীতশিল্পীদের ত্রাণ তহবিল
গান গেয়ে তহবিল সংগ্রহের পাশাপাশি আলাদা আরেকটি ত্রাণ তহবিলও গঠন করেছেন ঢাকার সংগীতশিল্পীরা। সংগীতশিল্পীদের প্ল্যাটফর্ম ‘গেট আপ স্ট্যান্ড আপ’ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘গেট আপ স্ট্যান্ড আপ’–এর কার্ডটি ফেসবুকে পোস্ট করেছে আর্টসেল, শিরোনামহীন, আরবোভাইরাস, নেমেসিস, সোনার বাংলা সার্কাস, হাইওয়েসহ আরও কয়েকটি ব্যান্ড।
‘গেট আপ স্ট্যান্ড আপ’ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত ১০ লাখ ৪৬ হাজার ৪৯৬ টাকা তহবিলে জমা পড়েছে।