বাইডেন-মোদী ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ

Date: 2024-08-27
news-banner
মোদী জানান, তারা ইউক্রেনের পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ প্রসঙ্গও। এসময় তারা ইউক্রেনের পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করেন।

প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন উল্লেখ করে তিনি লেখেন, "আমরা দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু— বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।"
image

Leave Your Comments