যেসব তারকা ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছিলেন, আন্দোলনে হত্যা-গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছিলেন তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে ইতিবাচক অবস্থায় আছেন আর তার মধ্যে যারা বিরোধিতা করেছিলেন, তাদের অনেকেই লাপাত্তা। এছাড়া যারা নিশ্চুপ ছিলেন, তাদের কেউ কেউ সামাজিক মাধ্যমে মুখ খুলতেই নেটিজেনদের তোপের মুখে পড়ছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর পালটে যায় দেশের পটভূমি। ছাত্র আন্দোলনে চুপ থাকা তারকারা মুখ খুলতে থাকেন একের পর এক। তাদেরই একজন অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়।
কিছুদিন আগে বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে জয়কেও। জয়ের ভাষ্য, ‘আমার নামে মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার হত্যাচেষ্টার মামলা। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে- ২০১৫ সালের ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় অনেকের সঙ্গে আমিও বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যার চেষ্টা করেছি।’
জয় বলেন, ‘খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনো কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি। কারো সঙ্গে ঝগড়া বিবাদেও যাইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত খুবই কষ্ট পেয়েছি এবং আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে। আমার কাছে সকল প্রমাণ আছে, মামলায় উল্লেখিত ১৫ এপ্রিল আমি শুটিংয়ের কাজে নেপালে ছিলাম। আমার পার্সপোটেও বিষয়টি উল্লেখ আছে যে, আমি সেদিন সকাল ১১টার ফ্লাইটে নেপালে যাই।’
সবশেষে বলেন, ‘সেসময় নেপালে একটি বড় ভূমিকম্প হয়। যে ভূমিকম্পে আমি, রুনা খান আরও অনেক তারকা আটকা পড়ে। এরপর ২৬ এপ্রিল আমরা দেশে ফিরে আসি। সেই কাগজপত্রগুলো আমার কাছে সব আছে।’