দেওয়ালের রং, মোমবাতি কিংবা কার্পেট থেকেও কর্কট রোগ

Date: 2024-09-05
news-banner
একটি গবেষণা প্রমাণ করে দিল, পানীয় জল, দুধ, প্যাকেট কিংবা বোতলজাত খাবারের মধ্যে প্লাস্টিকের সূক্ষ্ম কণা মিশে থাকে। সেই পানীয়ের মাধ্যমে রক্তবাহিকায় মিশছে বিসফেনল। যা শরীরের জন্য আসলে ‘বিষ’-ই। তা-ও না হয় মেনে নেওয়া যায়। কিন্তু নিত্য দিন যেগুলি বাড়িতে ব্যবহার করা হয়, সেই সমস্ত জিনিসের মধ্যেও নাকি ক্যানসারের বীজ লুকিয়ে রয়েছে। এ তো একেবারে লোহার বাসর ঘরে কালকেউটে প্রবেশ করার মতো অবস্থা!

মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। তামাক, গুটখা, নেশার দ্রব্য দূরে থাক। ‘কার্সিনোজেনিক’ বা ক্যানসার হতে পারে এমন অনেক জিনিস নির্দ্বিধায় জীবন থেকে বাদ দিয়েছেন। কিন্তু বাড়ির জিনিস থেকেও যদি ক্যানসার হানা দেয়, তা হলে তো ভারী বিপদ।

চিকিৎসকেরা বলছেন, যে কোনও প্রকারে শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি পেলে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়তে থাকে। শুধু খাবার নয়, শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেও শরীরে নানা ধরনের দূষিত পদার্থ প্রবেশ করে। যে কারণে শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে। বাড়ির নিত্য ব্যবহারের এমন অনেক জিনিস রয়েছে, যেগুলির মধ্যে ক্ষতিকর রাসায়নিক মিশে থাকে। পরোক্ষ ভাবে হলেও তা ক্যানসারের কারণ হয়ে দাঁড়ায়।
image

Leave Your Comments