প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা হলেও বিক্রি ২৫-৩৫ টাকায়

Date: 2024-09-05
news-banner
মোবাইল ইন্টারনেট প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় ৪ টাকা বিক্রি ২৫-৩৫ টাকায় – বণিক বার্তার শিরোনামে।

অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মতো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বিশ্লেষণের উল্লেখ করে বলা হচ্ছে প্রতি গিগাবাইট মোবাইল ইন্টারনেট ডাটা সরবরাহে ব্যয় সোয়া দুই থেকে সোয়া পাঁচ টাকার মতো যা গড়ে প্রায় চার টাকা।

গ্রামীণফোনের ব্যয় দুই টাকা ২৬ পয়সা, রবি আজিয়াটার পাঁচ টাকা ২৮ পয়সা, বাংলালিংকের তথ্য প্রকাশ না করলেও সংশ্লিষ্টরা বলছেন সেটি রবির কাছাকাছি।

যদিও অপারেটর প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে রেগুলেটরি ফি, সরকারকে প্রদেয় ভ্যাট, ট্যাক্স, স্পেকট্রাম ক্রয়, সেবা বিক্রয়, মার্কেটিং, বিজ্ঞাপন, বিটিআরসির সঙ্গে রেভিনিউ শেয়ারিং, আরো নানা কারণে প্রকৃত ব্যয় আরও বেশি।

ইন্টারনেটের যৌক্তিক মূল্য নির্ধারণ নিয়ে শিগগিরই কাজ শুরুর কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
image

Leave Your Comments