আমেরিকায় আবারো গঠতে পারতো ৯/১১ .?

Date: 2024-09-08
news-banner
কানাডার সীমান্ত পেরিয়ে বেআইনি ভাবে আমেরিকায় অনুপ্রবেশের আগে দু’দেশের যৌথ গোয়েন্দা বাহিনী শাহজেব খান ওরফে শাহজেব জাদুন নামে ওই পাকিস্তানি যুবককে আটক করে।

কানাডা পুলিশ জানিয়েছে বুধবার সন্ধ্যায় কুইবেকের প্রদেশের ওরমসটাউন থেকে গ্রেফতার করা হয় শাহজেব। আদতে পাকিস্তানি হলেও বর্তমানে তিনি টরন্টোর অদূরে থাকতেন। ধৃত পাকিস্তানি যুবক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)-এর সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বলে আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি। তাঁর সঙ্গে আরও দু’জন সহযোগী ছিলেন। তাঁদের খোঁজ চলছে।
image

Leave Your Comments