সন্তান প্রসবের সময় নারী মারা গেলে শহিদের মর্যাদা : ইসলাম

Date: 2024-09-11
news-banner
হাদিস শরীফে এসেছে, সফওয়ান ইবনে উমাইয়া রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- প্লেগে যে মারা যায়, সে শহিদ। পানিতে ডুবে যে মারা যায়, সে শহিদ। পেটের পীড়ায় যে মৃত্যুবরণ করে, সে শহিদ এবং যে স্ত্রীলোক সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, সেও শহিদ। (মুসনাদে আহমাদ, হাদিস ১৫৩০৭)

ইমাম ইবনে হাজার (রহ.) বলেন- ইবনুত তীন রহ. বলেন, এগুলো অনেক কষ্টের মৃত্যু। আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মাদীর ওপর অনুগ্রহ করে এগুলোকে তাদের জন্য গুনাহ মাফ ও সওয়াব বৃদ্ধির মাধ্যম বনিয়েছেন এবং এর মাধ্যমেই আল্লাহ তাআলা তাদেরকে শহিদের মর্যাদায় উন্নীত করবেন। (ফাতহুল বারী ৬/৫২)

সূত্র: ফাতহুল কাদীর ২/১০৩; আদ্দুররুল মুখতার ২/২৫২
image

Leave Your Comments