বাইডেন-ইউনূস বৈঠক ২৪ সেপ্টেম্বর

Date: 2024-09-22
news-banner
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের স্থানীয় সময় আগামী ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে তাদের মধ্যে এই বৈঠক হতে পারে।  কিন্তু নোবেল বিজয়ী ড. ইউনূসের প্রতি সম্মান জানাতেই জো বাইডেন এ বৈঠকে অংশ নিচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউইয়র্কে পৌঁছান। বিকালে তিনি জাতিসংঘে আগত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করেন। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে তিনি সাধারণত দ্বিপক্ষীয় সাক্ষাৎ করেন না। তবে সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার দেখা-সাক্ষাৎ হয়ে থাকে।

এছাড়া প্রধান উপদেষ্টা আরও বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশগ্রহণ করবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হচ্ছে না।
image

Leave Your Comments