ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে জানান তারা।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে লেবাননজুড়ে ব্যাপক বিমান ও ড্রোন হামলা শুরু করে ইসরাইল। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) লেবাননে তিন সপ্তাহের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র ও মিত্ররা। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরাইল।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। এরপরই বৈরুতে বড় বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তারা শুক্রবার সন্ধ্যা থেকে বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরসহ ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যার মধ্যে এমন অবকাঠামো রয়েছে যা আবাসিক ভবনের নীচে তৈরি করা হয়েছিল।