আগামী ৫ নভেম্বর নির্বাচন : জরিপে এগিয়ে কমলা

Date: 2024-09-29
news-banner
গার্ডিয়ানের নতুন জরিপে কমলা হ্যারিস ৪৮.২ শতাংশ ও ডোনাল ট্রাম্প ৪৪.৪ শতাংশ সমর্থনে অর্থাৎ ট্রাম্পের চেয়ে কমলা ৩.৬ শতাংশ এগিয়ে আছেন। 
জরিপটি ১০ দিন ধরে পরিচালনা করা হয়।

গার্ডিয়ান তথ্যমতে, সাম্প্রতিক জরিপগুলোতে কমলা এগিয়ে থাকলেও বেশির ভাগ দোদুল্যমান রাজ্যে দুই প্রার্থীকে সমানে সমান সমর্থন পেতে দেখা গেছে। পোলিং বিশ্লেষণ ওয়েবসাইট ফাইভ থার্টি এইটের জরিপেও কমলা ২ দশমিক ৯ শতাংশের সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন। এই জরিপে কমলা ৫৮ শতাংশ ও ট্রাম্প ৪২ শতাংশ সমর্থন পান।

গুরুত্বপূর্ণ বিষয় হলো– জনগণের ভোটে নির্বাচিত ইলেকটোরাল কলেজগুলো (৫৩৮টি) প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চূড়ান্ত ভোট প্রয়োগ করে থাকে। এই প্রক্রিয়ায় ২০০০ সালে জর্জ ডব্লিউ বুশ পরাজিত করেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী আল গোরকে। জনপ্রিয় ভোটে আল গোর দেশব্যাপী ৫ লাখ ৪০ হাজার ভোটে এগিয়ে থাকলেও ইলেকটোরাল ভোটে হেরে যান। একইভাবে ২০১৬ সালে ট্রাম্প হিলারি ক্লিনটনের চেয়ে ২৭ লাখ ভোট কম পেয়েও প্রেসিডেন্ট হয়েছিলেন। কারণ ট্রাম্প পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিন রাজ্যে ইলেকটোরাল ভোটে জিতে যান।
image

Leave Your Comments