অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে : নুর

Date: 2024-09-30
news-banner
শনিবার বিকাল ৩টায় ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

নুরুল হক নুর বলেন, বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ এক বছর আগে ড. ইউনুসকে নিয়ে প্রোগ্রাম করেছিল। শিরোনাম ছিল- বিচারিক হয়রানি ও ড. ইউনুস। তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এ কাজটি করেছি।

নিজে অন্তর্বর্তী সরকারের অংশ হতে চান না জানিয়ে গণঅধিকার সভাপতি বলেন, আমরা বলছি এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে। অনেকেই ভাবতে পারেন, আমি হয়তো উপদেষ্টা হওয়ার জন্য বলছি। আমি এখানে ঘোষণা দিচ্ছি, আমি এই সরকারের পার্ট হবো না। তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি।

নুর এ সময় উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই সরকারে যারা আছেন, তাদের কয়জন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল? অথচ যারা রাজপথে ছিল তাদেরকে মূল্যায়ন করা হয় নাই।

ফ্যাসিবাদী সরকার পতনে আন্দোলন একদিনে হয়নি জানিয়ে এই ছাত্রনেতা বলেন, গত কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে।  ২০১৮ সালের আন্দোলন না হলে ২৪ সালে এই আন্দোলন হতো কিনা সন্দেহ। এই আন্দোলনের সামনের সারির অনেকেই আমাদের ছাত্র অধিকার পরিষদের ছিল। তাই বলে আমরা তো নিজেদের মাস্টার মাইন্ড দাবি করতে পারি না।

একই সঙ্গে, এই আন্দোলনে বিএনপি-জামায়াতের অংশগ্রহণ না থাকলে আন্দোলন সফল হতো না বলেও উল্লেখ করেন নুর।
image

Leave Your Comments