দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুঁতে রাখা বোমা বিস্ফোরণ

Date: 2024-10-03
news-banner
আকস্মিক বোমা বিস্ফারণে ফলে বিমানবন্দরের একটি ট্যাক্সিওয়েতে বড় গর্তের সৃষ্টি হয়। ফলে প্রায় ৯০ টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপানের পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মতে, রানওয়ের পাশের ট্যাক্সিওয়ের মাঝখানে সাত মিটার (২৩ ফুট) চওড়া এবং এক মিটার (৩.২ ফুট) গভীরে বিস্ফোরণ হলে মিয়াজাকি বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।


নিকটবর্তী একটি এভিয়েশন স্কুলের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণটি ঝর্ণার মতো ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে ৫০০ পাউন্ড ওজনের মার্কিন বোমার বিস্ফোরণ ঘটেছে।  এছাড়া আরো কারণ খতিয়ে দেখছেন তারা।

জাপান গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্সের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল জানিয়েছে, বোমাটি আমেরিকান। যা ভূপৃষ্ঠের নীচে পুঁতে রাখা হয়েছিল। তারা ধারণা করছেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় লুকিয়ে রাখা হয়।
image

Leave Your Comments