ডুবেগেল নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজ

Date: 2024-10-06
news-banner
 তবে এর ৭৫ জন সবাই নিরাপদে রয়েছেন কিন্তু জাহাজটি দ্রুতই সমুদ্রের নিচে তলিয়ে গেছে। পরিবেশের ক্ষতি ঠেকাতে ইতোমধ্যে কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে- জাহাজটি একটি প্রবাল প্রাচীরের জরিপ পরিচালনা করার জন্য সামোয়া থেকে ছেড়ে গিয়েছিল। আপোলুর দক্ষিণ উপকূলে প্রবাল প্রাচীরে আঘাত হানার পর ডুবে যেতে থাকা এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজটির নাবিকদের উদ্ধার করতে ইমার্জেন্সি সার্ভিস রাতভর কাজ করে।

সামোয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, একটি ফায়ার রেসকিউ দল ৭৫ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে।

নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহনীর কমপোনটেন্ট কমান্ডার কমোডর শেন আর্নড্রেল নিশ্চিত করেছেন, এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজে থাকা ৭৫ জন নাবিক এবং যাত্রী সামোয়াতে নিরাপদে পৌঁছেছেন। জাহাজটি ডুবে যাওয়া সঠিক কারণ এখনও জানা যায়নি।
image

Leave Your Comments