দেশটির স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট জানিয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট সন্দেহে সেলিমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ‘র’ এর সন্দেহভাজন এজেন্টকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে দুদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
গ্রেফতারের সময় সেলিমের কাছ থেকে একাধিক অবৈধ অস্ত্র, একটি হ্যান্ড গ্রেনেড, একটি বোমা, একটি লঞ্চার এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন মুহাম্মদ সেলিমকে গত সোমবার পাকিস্তানের মনিপুর এলাকা থেকে ‘র’ এর এজেন্ট সন্দেহে গ্রেফতার করেছে পাকিস্তানের অপরাধ তদন্তকারী সংস্থা স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ)।