গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি

Date: 2024-10-12
news-banner
একই শর্তে ২০২৯ সালের জুন পর্যন্ত অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশনে দেওয়া দানকে কর অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

সূত্র জানায়, ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে গ্রামীণ ব্যাংক। তারই ধারাবাহিকতায় ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি সুবিধা পায় সংস্থাটি। এরপর আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ায় অব্যাহতি সুবিধার মেয়াদ আর বাড়ায়নি এনবিআর। অন্তর্বর্তী সরকার পুনরায় ২০২৯ সাল পর্যন্ত অব্যাহতি দিল গ্রামীণ ব্যাংককে। তবে এ অব্যাহতির ভূতাপেক্ষ সুবিধা পাওয়া যাবে না। প্রজ্ঞাপন জারির দিন থেকে অব্যাহতি কার্যকর হবে।

অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ধর্মীয় দাতব্য সংস্থা আস সুন্নাহ ফাউন্ডেশনে দেওয়া দানকে কর অব্যাহতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে একজন ব্যক্তির দানের ১০ শতাংশ অর্থ কর অব্যাহতি পাবে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি আস সুন্নাহ ফাউন্ডেশনে ১০০ টাকা দান করলে রিটার্ন জমা দেওয়ার সময় তাকে ১০ টাকার ওপর কর দিতে হবে না। এক্ষেত্রে দান অব্যশই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে।
image

Leave Your Comments