শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Date: 2024-10-17
news-banner
জুলাই-অগাস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ নভেম্বরের মাঝে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারির আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পৃথক আবেদনে সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অন্যতম। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেয়। পরে ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
image

Leave Your Comments