তেল আবিবে জরুরি অবস্থা জারি

Date: 2024-10-22
news-banner
বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। এর আগে, হিজবুল্লাহ জানায়, তারা তেল আবিবের শহরতলীর নিরিত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার ফলে বড় আকারে বিস্ফোরণের সূত্রপাত হয়।

এই হামলায় তেল আবিবে আকাশ পথে আসা হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলীতে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অপর এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার উত্তর পশ্চিমে অবস্থিত 'স্টেলা মারিস নৌঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট হামলা চালিয়েছে'। এর আগে তারা জানিয়েছিল, তেল আবিবের শহরতলীতে দুইটি অবস্থানে হামলা চালিয়েছে তারা।
image

Leave Your Comments