গাজায় যুদ্ধ শেষে ঐক্যের সরকার গঠন করতে চায় হামাস

Date: 2024-10-24
news-banner
এই লক্ষ্যে কাজ শুরু করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর চাপপ্রয়োগের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ হামাস নেতা বলেন, ‘আমরা ফিলিস্তিনি জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছি এবং যুদ্ধের পরে গাজা উপত্যকা কীভাবে শাসন করা উচিত, এমন একটি সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা করেছি’।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধ বন্ধে পশ্চিমাদের ওপর তাৎপর্যমূলক চাপ প্রয়োগ করতে ব্যর্থ। কিছুক্ষেত্রে তাদের যুদ্ধ অবসানের জন্য যে আহ্বান, সেটা আত্মপ্রচারমূলক।

ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হামাসের মতো তৎপর নয়।  বরং কিছুক্ষেত্রে প্রায় নীরব ও চলমান আগ্রাসনকে পরোক্ষভাবে গ্রহণ করে নিয়েছে। এমনকি গাজায় ইসরাইলে হামলার জন্য হামাসের দায় দেখেন মাহমুদ আব্বাস।  তার দাবি, হামাস ইসরাইলকে সুযোগ করে দিয়েছে।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ব্যর্থতাকে দায়ী করে আসছে মস্কো। আর পশ্চিমাদের কাছে হামাস হুমকি।  যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে, যুদ্ধ শেষ হলে হামাস আর গাজা শাসন করতে পারবে না।  এখন দেখার বিষয়, যুদ্ধবিরতি অর্জিত হলে কোন প্রক্রিয়ায় গাজা পরিচালিত হবে।
image

Leave Your Comments