মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট বলেছেন, ‘আমরা ইরানকে ইসরাইলের উপর তার হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি যাতে যুদ্ধের এই চক্রটি আরও বৃদ্ধি না হয়ে এখানে থেমে যেতে পারে’।
ইরানে চালানো ইসরাইলি অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘কূটনৈতিক আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমানো আমাদের লক্ষ্য।’
এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের আরেক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা দল ইসরাইলকে হামলা সীমিত পরিসরে করার আহ্বান জানায়।
‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি সরকারের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করেছি। যাতে বেসামরিক ক্ষতির কম ঝুঁকির লক্ষ্যবস্তু এবং আনুপাতিক পরিসরে হামলা পরিচালনা করতে ইসরাইলকে উত্সাহিত করা হয়।’
তবে ইরান জানিয়েছে, ইসরাইলের হামলা তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে মোকাবেলা করেছে।
তেহরানের দাবি, ইসরাইল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব জায়গায় ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।