বাফুফের নির্বাচনের ইতিহাসে নজির

Date: 2024-10-26
news-banner
বাফুফের নির্বাচন চলছে এবং একই দিন পাস হওয়ার কথা ছিল ২০২৫ সালের বাজেট।

পূর্বের সকল বাজেট নির্বাচনী কংগ্রেসে পাস হয়, তবে কাজী সালাউদ্দিনের বিদায়ী সভায় এ বাজেট পাশ হয়নি।

৬১ কোটি টাকার বাজেটে ঘাটতি দেখানো হয় ১৪ কোটি টাকা। সদস্যরা এমন বাজেট পাস করার জন্য সায় দেননি। নতুন করে সভা ডেকে তা পাস করার দিকে জোর দিয়েছেন সকলেই।

এদিকে বাফুফের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনিও বাজেট নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপিত হয়েছিল। সেখানে ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়নি। প্রতিনিধিরা (ডেলিগেট) এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেওয়ার জন্য রেফার করেছেন।’

সভায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। তিনি কংগ্রেসে তার বক্তব্যে ফিফার স্পিরিটকে সম্মান রেখে বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন।
image

Leave Your Comments